website

Main Section Content Section Post Title

এক বছরে পদ্মা সেতুর আয় প্রায় আটশ কোটি টাকা

Post Details
  • Sumit Awal
  • 2023-08-03 10:32:30
  • 200 times
Post Contents

পদ্মা সেতু

পদ্মা_সেতু
পদ্মা সেতু

এক বছরে পদ্মা সেতু থেকে টোল বাবদে আয় হয়েছে প্রায় আটশ কোটি টাকা। অর্থাৎ, দৈনিক গড় আয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা।

আরও পড়ুন

চৌমুহনী গৃহনির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাচৌমুহনী গৃহনির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রোববার সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২৫ জুন ২০২২ থেকে এবছর ২৪ জুন রাত ১২টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। তাতে মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। রোববার বিকালের মধ্যেই তা ৮০০ কোটিতে উন্নীত হবে।

এই হিসাবে পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয়েছে ২ কোটি ১৮ লাখ টাক।

ওবায়দুল কাদের বলেন, “সর্বশেষ সংশোধন অনুযায়ী এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। আপনাদের জানা রয়েছে, আমাজানের পর পদ্মাকে বিবেচনা করা হয় মোস্ট আনপ্রেডিক্টেবল রিভার হিসেবে। নির্মাণ কাজের প্রতিটি ধাপেই ছিল নানান চ্যালেঞ্জ। নদীর আচরণ দেখে শেষ দিকে এসে আমাদের ডিজাইনে সামান্য পরিবর্তন আনতে হয়েছিল।

"ডাবল ডেকার পদ্মা সেতু শুধু নিছক একটি পারাপারের সেতু নয়। এর সাথে যেমনি রয়েছে রেললাইন। তেমনি এপার থেকে ওপারে চলে গেছে গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন। পাশাপাশি নির্মাণ করা হয়েছে পায়রা ও রামপাল হতে ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সঞ্চালনের জন্য আলাদা ৪০০ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন।"

স্থান
মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা
অতিক্রম করে পদ্মা নদী
বহন করে     যানবাহন, ট্রেন
মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)
প্রস্থ ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)
PDF download
পাখির চোখে সকালের পদ্মা সেতু

Sidebar Section Recent Post

এক বছরে পদ্মা সেতুর আয় প্রায় আটশ কোটি টাকা

পিপলস ব্যাংকের চেয়ারম্যান কাশেম রিমান্ডে

চৌমুহনী গৃহনির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

দূর্গাপুর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেগমগঞ্জে ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের দুই পাঠাগার উদ্বোধন বইয়ের পাশাপাশি থাকছে কোচিং ও কম্পিউটার শিক্ষা

সুরঞ্জলি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

নিউইয়র্কে তারেক রহমানের কারামুক্তি দিবসের সমাবেশ

লন্ডনে দিনব্যাপী জমজমাট বৈশাখী মেলা

হিলি বন্দরে কমেছে আমদানি-রফতানি, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

অনলাইন জুয়ায় জীবনবাজি

Related Post

/media/post/image/2023/07/1689914737/পদ্মা_সেতু.jpg এক বছরে পদ্মা সেতুর আয় প্রায় আটশ কোটি টাকা

/media/post/image/2023/07/1689760870/পিপলস ব্যাংক চেয়ারম্যান.jpg পিপলস ব্যাংকের চেয়ারম্যান কাশেম রিমান্ডে

© ChalomanNoakhali.com, 2008 - 2023.