
সুমিত আউয়াল, লন্ডন- প্রতিবছরের মত এবারো সারাদিন বিপুল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গত রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সমবেত হতে থাকে ইংল্যান্ডে ছড়িয়ে থাকা হাজার হাজার বাঙালি। প্রতিবছর এই একটি দিন প্রবাসি বাঙ্গালীরা বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় মেতে থাকতে সমবেত হয় মেলায়। তরুণ-তরুণীরা মেলা মাঠের স্টল সাজিয়ে তুলে ধরে বাঙ্গালীর বৈশাখী মেলার ঐতিহ্য। মেলার মূল আকর্ষণের বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর মেলায় বাংলাদেশ থেকে বেবী নাজনীন তার পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে। এছাড়াও ছিল লন্ডনের উদীচী শিল্পী গোষ্ঠি, বিবিসি এশিয়া সেরা মুমজি সহ স্থানীয় শিল্পিদের পরিবেশনা। মেলায় বাংলাদেশের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি নুর মোহাম্মদ, ব্রিটেনে বাংলাদেশের হাই-কমিশনার ডঃ সাইদুর রহমান খান ও অংশগ্রহণ করেন। মেলায় বাঙালীদের পাশাপাশি বৃটিশসহ বিভিন্ন দোশের নাগরিকদের উপস্থিতও ছিলো লক্ষ্যনীয়।
