
নিজস্ব প্রতিনিধি
“সমবায়ই শক্তি” এ শ্লোগানে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে চৌমুহনী গৃহনির্মাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা’২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমিতির কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহনে এ সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও গৃহ নির্মাণ সমিতির সাধারণ সদস্য অধ্যাপক মহি উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহসভাপতি এডভোকেট শরীফুল ইসলাম।
সমিতির বার্ষিক প্রতিবেদন, সাধারণ সভার কার্যবিবরণী ও বাজেট উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক একেএম হুমায়ূন কবির। এসময় তিনি ২০১৫-১৬ অর্থ বছরের জন্য সমিতির ২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৮৯০ টাকার বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৯২ টাকা, এতে উদ্ধৃত বাজেট ধরা হয়েছে ৩১ লাখ ৭৮ হাজার ৬৯৮ টাকা।
সমিতির পরিচালক আলী আকবরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পরিচালক ও দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, গত বার্ষিক সাধারণ সভার সভাপতি ও ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, পরিচালক বাকের উল্যাহ, পরিচালক আলী আহম্মদ, পরিচালক মীর হোসেন স্বপন, সদস্য আবদুল আউয়াল, সদস্য নুরুল ইসলাম, মনোয়ার হোসেন মনু প্রমুখ।