ঢাকার হাতিরঝিলের রামপুরা অংশ থেকে মগবাজার পর্যন্ত সার্ভিস লেন কেটে চলছে ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ। খোঁড়াখুঁড়িতে বেহাল সড়কেই চলছে যানবাহন।
খোঁড়াখুঁড়ির কারণে হাতিরঝিলের রামপুরা অংশ থেকে গুলশান এক নম্বরে যাওয়ার সার্ভিস লেনের অবস্থা এতটাই বেহাল যে, যানবাহন চলতে গেলে অনেক সময় আটকে পড়ে বালু ও গর্তে।
বৃষ্টি হলে কাদায় সয়লাব, আর রোদে ধুলার উড়াউড়ি- খোঁড়াখুঁড়ির কারণে কয়েক মাস ধরেই এমন বেহাল দশা হাতিরঝিলের রামপুরা অংশ থেকে মগবাজার পর্যন্ত সার্ভিস লেনের।
বৃষ্টি হলে কাদায় সয়লাব, আর রোদে ধুলার উড়াউড়ি- খোঁড়াখুঁড়ির কারণে কয়েক মাস ধরেই এমন বেহাল দশা হাতিরঝিলের রামপুরা অংশ থেকে মগবাজার পর্যন্ত সার্ভিস লেনের।
রামপুরা থেকে গুলশান এক নম্বরে যাওয়ার জন্য হাতিরঝিলের এই সার্ভিস লেন ব্যবহার না করলে অনেকটা রাস্তা ঘুরতে হয়। তাই সময় বাঁচাতে অনেকেই ঝুঁকি আছে জেনেও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন।
রামপুরা থেকে গুলশান এক নম্বরে যাওয়ার জন্য হাতিরঝিলের এই সার্ভিস লেন ব্যবহার না করলে অনেকটা রাস্তা ঘুরতে হয়। তাই সময় বাঁচাতে অনেকেই ঝুঁকি আছে জেনেও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন।